সম্পাদকীয়
*************
গত ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ ১৮.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২,
শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার ও র্যাব-৭ সিপিএসসি চট্টগ্রাম এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল ১। মেজর জালিশ মাহমুদ ২। এএসপি মোজাফফর এবং
৩। এএসপি মো: জিয়া লতিফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকা হইতে
সূত্র: কমলগঞ্জ থানার মামলা নং ০৫/১৪১, তারিখ - ০৯/১১/২০২৫ ইং মূলে ধর্ষক পলাতক আসামী ১। রহমান মিয়া মিয়া, পিতা- কাছিম মিয়া, সাং-বনগাঁও,
থানা-কমলগঞ্জ , জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে।


গত ০৯/১১/২৫ ইং আদালতের নির্দেশে মামলাটি কমলগঞ্জ থানায় রুজু করা হলে অদ্য র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প,
মৌলভীবাজার ও সিপিএসসি,র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে ধর্ষক আসামী রহমান মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ২০/০২/২৫ ইং বিকাল ১৫.০০ ঘটিকায় ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী সুমা আক্তার (১৪)
কে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি রহমান মিয়া ধর্ষণ করে।
বর্তমানে ভিকটিম ছয় মাসের অন্তঃসত্ত্বা।