সম্পাদকীয়
“””””””””””””
মৌলভীবাজার জেলার
শমশের নগর রোড এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।
আহবায়ক -মতিন বকশ
যুগ্ম আহবায়ক -জিল্লুর রহমান
যুগ্ম আহবায়ক- আলকাছ আহমেদ।
সম্মানিত সদস্যঃ
১। তনজু খান
২।কামাল উদ্দিন
৩।মো আজির উদ্দিন
৪।প্রদিপ পাল
৫।মাহমুদ হাসান
৬।আব্দুল হামিদ পারবেছ
৭।আব্দুল আজিজ
৮।মোস্তাফিজুর রহমান
৯।ফয়ছল আহমেদ
১০।মো হোসাইন আহমেদ (,সাংবাদিক)
১১।শশাংক পাল
১২।মো হোসাইন
১৩।লোকমান আহমেদ
১৪।মো শিপন
গত মেয়াদ উত্তির্ন কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধ্যমে স্থানীয় মামার বাড়ি রেষ্টুরেন্টে রাত ৯টা এই আহবায়ক কমিটি গঠিত হয়। সভা পরিচালনা করেন বদরুল ইসলাম বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মতিন বকশ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জিল্লুল হক বিশেষ অতিথি বীর মুক্তি যোদ্ধা অনুমিয়া।আহবায়ক কমিটি আগামী ৯০ দিনেরমধ্যে সমশের নগর রোড সাধারণ ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।সভায় রুবেল আহমেদর জন্যে বিশেষ মোনাজাত হয়।