সম্পাদকীয়
*************
“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”—
এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উদযাপন করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
শিশুর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা, শিশুদের বিকাশ, সুরক্ষা ও নিশ্চিত করা—এ দায়িত্ব আমাদের সবার।
শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও অধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসা গুরুত্বপূর্ণ।
শিশুদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,
শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।